Logo
Logo
×

সারাদেশ

জামিনের পর ফের গ্রেফতার ডন

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম

জামিনের পর ফের গ্রেফতার ডন

ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে নগরীর পাটগুদাম এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম। 

তিনি জানান, ডন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরীতে শহিদ রেদোয়ান আহমেদ সাগর হত্যা ও নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলার আসামি। গত বছরের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তার অবস্থান জানতে পেরে ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এদিকে ২৫ ডিসেম্বর আদালত থেকে তার জামিন হলে পুনরায় পালিয়ে যান তিনি। দুপুরে পাটগুদাম এলাকা থেকে গ্রেফতার করা হয় ডনকে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম