মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন শিহাব উদ্দিন (২৫) নামের এক কলেজছাত্র। একই দুর্ঘটনায় আহত হয়েছে নিহতের চাচাতো ভাই মোটরসাইকেল আরোহী বোরহান (৩৫)। রোববার সকাল ৯টার দিকে উপজেলার আলিয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিহাব নবীনগর পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের আলিয়াবাদ দক্ষিণপাড়ার রফিকুল
ইসলামের ছেলে। নবীনগর সরকারি কলেজের ডিগ্রি
দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব ও বোরহান মোটরসাইকেলে
করে আলিয়াবাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে গুরুত্বর
আহত হন তারা। পথচারীরা তাদের সড়কে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। আর গুরুত্বর আহত বোরহানকে উন্নত চিকিৎসার
জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে বোরহানের পরিবার তাকে
ঢাকায় নিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, ‘ধারণা করছি, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছে ধাক্কা দেয়। নিহতের
পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি।’