Logo
Logo
×

সারাদেশ

আখেরি মোনাজাতে অংশ নিতে আসছেন ভারতীয় মুসল্লিরা

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ পিএম

আখেরি মোনাজাতে অংশ নিতে আসছেন ভারতীয় মুসল্লিরা

মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত ৫৮তম বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসল্লিরা আসছেন বাংলাদেশে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসল্লিরা বেনাপোল দিয়ে আসছেন বাংলাদেশে। তবে তা পরিমাণে অনেক কম। 

শনিবার বিকালে সরেজমিন দেখা যায়, ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসল্লিরা বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে গত তিন দিনে মাত্র ২২০ জন মুসল্লি বাংলাদেশে প্রবেশ করেছেন।

তবে এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে গত কয়েক বছরের তুলনায় অনেক কমসংখ্যক বিদেশি মেহমান বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। গত কয়েক মৌসুমে এই চেকপোস্ট দিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার বিদেশি মুসল্লি বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসতেন; কিন্তু চলতি বিশ্ব ইজতেমায় গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত তিন দিনে মাত্র ২২০ জন ভারতীয় মুসল্লি এসেছেন বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।

ভারতীয় মুসল্লিরা বেনাপোল স্থলবন্দর থেকে বাস কিংবা ট্রেনযোগে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে যাচ্ছেন। তবে ইমিগ্রেশনের ভেতরে স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা গেছে মুসল্লিদের।

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বিদেশি মেহমানদের অভ্যর্থনা জানানো, থাকা-খাওয়া ও ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করার জন্য তাবলিগ জামায়াতের ঢাকার কাকরাইল মসজিদ থেকে একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছে। তারা প্রতিদিন আগত মুসল্লিদের সার্বিক সহযোগিতা করছেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা জানান, ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসল্লিরা বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসছেন। এবার খুবই কম সংখ্যক মুসল্লি আসছেন। বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা বিদেশি মেহমানদের দ্রুততার সঙ্গে পাসপোর্টের কাজ সম্পন্ন করা হচ্ছে। বেনাপোল পুলিশ ইমিগ্রেশনে পৃথক ডেক্স খোলা হয়েছে। বিদেশি মেহমানদের পুলিশ ইমিগ্রেশন সদস্যরা সেবা দিচ্ছেন। বিদেশি মেহমানদের সেবা করতে পেরে খুশি বলে জানালেন ওসি।

এবারের তাবলিগ জামাতে বাংলাদেশের শীর্ষ মুরব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানা গেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম