Logo
Logo
×

সারাদেশ

ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম

ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা

গাজীপুরের কাপাসিয়া বাজারে পাদুকা ব্যবসায়ী মুফতি নিজাম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ শেখের বিরুদ্ধে। পরে তিনি তার ফেসবুকে ওই দোকানটিতে তালা দিয়ে সিলগালা করে দিয়েছেন বলে প্রচার করেন। 

শুক্রবার রাতেও তিনি তালা দেওয়ার বিষয়টি প্রচার করেন।

অপরদিকে ফরিদ শেখ, বাজার কমিটির সভাপতি/সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের নামে ডাকযোগে হুমকির একটি উড়োচিঠি আসে এবং তা সামাজিক মাধ্যমে চাউর করা হয়। নিজাম উদ্দিন বলছেন- ফরিদ শেখ নিজেই রিয়াজুল হান্নান, বাজার কমিটি ও তার নামে উড়ো চিঠি পোস্ট করে দল ভারি করার চেষ্টা করছেন।

ওই ব্যবসায়ী মুফতি নিজাম উদ্দিন জানান, তিনি কাপাসিয়া বাজারে গত ২৩ বছর ধরে আধুনিক সুজ নামে সুনামের সঙ্গে পাদুকা ব্যবসা করে আসছেন।

গত ১৪০৯ বাংলা তারিখে আরএস ১নং খতিয়ানে দাগ নং ৮৩৯/৪ জমির পরিমাণ ২০ বর্গমিটার সরকার কর্তৃক স্থায়ী বন্দোবস্তপ্রাপ্ত হয়ে সরকারি সব বিধি-বিধান মেনে ভোগদখলে আসেন। 

সম্প্রতি কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ ওই দোকানের কর্মচারীদের জোরপূর্বক বের করে দিয়ে সাঁটার বন্ধ করে তালা লাগিয়ে দেন। পরে তিনি তার ফেসবুকে ওই দোকানে তালা লাগিয়ে সিলগালা করে দিয়েছেন বলে জানান।

এ ঘটনার পর তিনি থানায় একটি জিডি করে কোনো প্রতিকার না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কাপাসিয়া বরাবর অভিযোগ করেন। বিষয়টির সুরাহা না পেয়ে তিনি গাজীপুরের জেলা প্রশাসককেও লিখিতভাবে অবগত করেন।

তালা লাগানোর কথা স্বীকার করে অভিযোগের বিষয়ে ফরিদ শেখ বলেন, ওই দোকানের প্রকৃত মালিক হাবিবুর রশিদ শাহীন। তার মা হেলেনার কাছ থেকে নিজাম উদ্দিন প্রথমে দোকান ঘরটি ভাড়া নেন। পরবর্তীতে ওই জমি ১নং খাস খতিয়ানে নেওয়া হলে কৌশলে নিজাম উদ্দিন তার নামে স্থায়ী বন্দোবস্ত করে নিয়েছেন এবং হুমকির চিঠি নিজাম উদ্দিনই দিয়েছেন বলে দাবি করেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মবর্তা তামান্না তাসনিম জানান, কাপাসিয়া বাজারের একটি দোকান ঘরে তালা দেওয়ার ঘটনায় অভিযোগ রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম