বড়াইগ্রামে দ্বিতীয় বিয়ে করতে এসে প্রবাসী বর আটক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বড়াইগ্রাম ও চাটমোহর প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম
![বড়াইগ্রামে দ্বিতীয় বিয়ে করতে এসে প্রবাসী বর আটক](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/01/Baraigram-679e35895a484.jpg)
নাটোরের বড়াইগ্রামে দ্বিতীয় বিয়ে করতে এসে হাতেনাতে ধরা পড়েছেন আয়ারল্যান্ড প্রবাসী আনিসুর রহমান। প্রেম করে বিয়ে করা স্ত্রী ও সন্তান থাকার বিষয় গোপন রেখে প্রতারণার মাধ্যমে আরেক অনার্স পড়ুয়া তরুণীকে বিয়ে করতে গিয়ে ফ্যাসাদে পড়েন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রতারক বর আনিসুর ও ঘটকসহ ১০ জনকে থানা হেফাজতে নেয় পুলিশ।
এ ঘটনায় বর পাবনা জেলার চাটমোহর উপজেলার বেজপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৩৯), তার ভাই জাহিদুল ইসলাম, বিয়ের ঘটক মজনুর রহমান, ফরিদুল ইসলাম ও মিজানুর রহমান, মহেলা পশ্চিমপাড়া গ্রামের মজনুর রহমান, ছোট শালিখা গ্রামের মখলেছুর রহমান, বড়াইগ্রামের দিঘইর গ্রামের সুমন ও পারবোর্ণি গ্রামের সৈয়দ আলীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, শুক্রবার আয়ারল্যান্ড প্রবাসী আনিসুরের সঙ্গে বড়াইগ্রামের পারবোর্ণি গ্রামের সৈয়দ আলীর অনার্স পড়ুয়া মেয়ের বিয়ের দিন ধার্য ছিল।
বিকালে অর্ধশতাধিক বরযাত্রীসহ বর আসেন কনের বাড়িতে; কিন্তু খাওয়া-দাওয়া শেষে বর কাবিননামায় সই করার মুহূর্তে গহনা আর সই করা নিয়ে বাধে বিপত্তি। নিজেকে শিক্ষিত পরিচয় দিলেও বর ঠিকমতো সই করতে পারছিলেন না। আর ৫ ভরি স্বর্ণের গহনা দেওয়ার কথা থাকলেও বরযাত্রীরা সঙ্গে করে নিয়ে এসেছেন মাত্র একটি নাকফুল।
শিক্ষিত বরের সই করতে না পারা আর মাসিক ৪ লাখ টাকা বেতনে চাকরি করা বরের শুধু নাকফুল নিয়ে বিয়ে করতে আসায় সন্দেহ হয় কনেপক্ষের।
তারপর কথা কাটাকাটি ও মারামারি থেকে শেষ পর্যন্ত ৯৯৯ নাম্বারে কল দিলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জিজ্ঞাসাবাদে প্রথম স্ত্রী ও একটি দুই বছর বয়সি মেয়ে থাকার কথা স্বীকার করেন বর আনিসুর রহমান।
আনিসুর রহমানের প্রথম স্ত্রী মৌসুমী খাতুন মোবাইলে জানান, তিনি ও আনিসুর মামাতো-ফুফাতো ভাই বোন। ইতোপূর্বে তারও অন্যত্র বিয়ে হয়েছিল; কিন্তু প্রেমের সম্পর্কের জেরে তিনি আগের স্বামীকে তালাক দিয়ে ২০২১ সালের ৯ ডিসেম্বর আনিসুরকে পাবনা কোর্টে বিয়ে করেন। তাকে আট মাসের গর্ভবতী অবস্থায় রেখে ২০২২ সালের ৭ অক্টোবর আনিসুর আয়ারল্যান্ড চলে যান। এরপর থেকে তিনি আর ঠিকমতো ভরণপোষণ দেন না।
পরে স্বামীর বাড়ির সদস্যদের চাপে তিনি বাড়ি ছেড়ে গার্মেন্টসে চাকরি নেন। দুই সপ্তাহ আগে আনিসুর দেশে এলে তিনি ঢাকা থেকে বাড়িতে এসে দুই দিন থেকে আবার কর্মস্থলে ফিরে যান। স্বামী দ্বিতীয় বিয়ে করছেন- এমন কিছু তিনি জানতেন না বলে জানান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় ১০ জনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।