Logo
Logo
×

সারাদেশ

বড়াইগ্রামে হাঁসুয়া ও পেট্রলবোমাসহ কৃষক লীগ নেতা আটক

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম

বড়াইগ্রামে হাঁসুয়া ও পেট্রলবোমাসহ কৃষক লীগ নেতা আটক

নাটোরের বড়াইগ্রামে বড় হাঁসুয়া ও তিনটি পেট্রলবোমাসহ কৃষক লীগ নেতাকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোয়ালিফা এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। 

আটক রবিউল করিম পিন্টু (৪৫) উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক। তিনি উপজেলার আগ্রান গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অপারেটর আব্দুল মালেক জানান, গোয়ালিফা এলাকায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি ব্রিজের প্যালাসাইটিং ওয়াল নির্মাণের কাজ চলছিল। 

শনিবার দুপুরে কৃষক লীগ নেতা পিন্টুর নেতৃত্বে ১০-১২ জন যুবক সেখানে এসে কাজে বাধা দেয়। পরে তার সামনেই কাজের তদারকির দায়িত্বে থাকা ঠিকাদারের প্রতিনিধির কাছে চাঁদা দাবি করে। 

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া করে একটি ৪৫ ইঞ্চি দৈর্ঘের বড় হাঁসুয়া ও তিনটি পেট্রলবোমাসহ তাকে আটক করেন। পরে স্থানীয়রা তাকে বেঁধে রেখে খবর দিলে পুলিশ গিয়ে থানায় নিয়ে আসে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম