হাসিনা প্রবর্তিত প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫১ পিএম
![হাসিনা প্রবর্তিত প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/01/Untitled-1-679e0ac358f49.jpg)
জয়পুরহাটের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি নেসকোর প্রিপেইড মিটার সংযোগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলন।
শনিবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের শহিদ বিশাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, সদস্য সচিব জালাল হোসেন, সদস্য নাজমুল হোসেন, তারেক হাসান সাগর, আবির হোসেন, একলাস আলী, দেলোয়ার হোসেন, আব্দুল বারিক প্রমুখ।
বক্তারা জয়পুরহাটে অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রবর্তিত এ প্রকল্প বাতিলসহ প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানান। দাবি মানা না হলে সকল গ্রাহকদের সঙ্গে নিয়ে বিদ্যুৎ সরবরাহ কোম্পানি নেসকোর অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।