Logo
Logo
×

সারাদেশ

সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জুবায়েরপন্থিরা

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম

সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জুবায়েরপন্থিরা

ইজতেমার আয়োজনে সহযোগিতা ও দাবি মেনে নেওয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক তাবলিগের শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থিরা। 

শনিবার বেলা ১টায় বিশ্ব ইজতেমার জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ব্রিফ করেন হেফাজত নেতা মুফতি কেফায়তুল্লাহ আজহারী। 

এ সময় তিনি বলেন, এই প্রথম আগামীকাল সকাল ৯টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আগে বেলা ১১টা বা ১২টায় মোনাজাত হতো। তাই এই মোনাজাতে সবাইকে অংশ নেওয়ার আহবান জানান তিনি।

সাদপন্থিদের বিরুদ্ধে অভিযোগ করে কেফায়তুল্লাহ আজহারী বলেন, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর গভীর রাতে সাদপন্থিরা ইজতেমা ময়দানে হামলা করে আমাদের সাথীদের রক্তাক্ত করে। এতে এই পর্যন্ত ৪ জন সাথী শাহাদাৎ বরণ করেন। সাদপন্থিরা এই ঘটনা ঘটিয়ে দেশে বিদেশে নানা অপপ্রচার চালাচ্ছেন। তাদের গুজবে গ্রামের সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় আসতে ভয় পাচ্ছেন। তারপরও এখন ইজতেমা ময়দান কানায় কানায়।  

সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিগত সরকার আমাদের দাবি সত্ত্বেও দুই পর্বে ইজতেমা করতে দেয়নি। ফলে আমাদের ইজতেমায় অনেক মানুষের সমাগম হতো। এবার সরকার আমাদের দাবি মেনে নেওয়ায় প্রথম পর্বে ৪২ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করছেন। বাকী ২২ জেলার মুসল্লিরা ৩ থেকে ৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ইজতেমায় অংশগ্রহণ করবেন। 

চলমান বিশ্ব ইজতেমায় সরকার ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দুই ধাপের আয়োজক শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থিরা। 

এসময় আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী মাহফুজ হান্নান, মাওলানা শাহরিয়ার মাহমুদ, জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসান, মুফতি মোহাম্মদ আলী ও শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম