Logo
Logo
×

সারাদেশ

গোলাগুলির ঘটনায় উত্তেজনা

মুন্সীগঞ্জে এবার অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

মুন্সীগঞ্জে এবার অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ সদরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে দুজন নিহতের ঘটনার রেস কাটাতে না কাটতেই, এবার গুলিতে এক অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম পিংকি আক্তার। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত নারীর স্বজনরা বলেন, বৃহস্পতিবারের গোলাগুলির ঘটনায় জের ধরে নৌ-ডাকাত কিবরিয়া মিজি ও কানা জহিরের মধ্যে হামলার ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সকালে কিবরিয়া গ্র“পের সদস্য রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন বেপারিসহ তার লোকজন। এ সময় অতর্কিত গুলিতে আহত হন অন্তঃসত্ত্বা পিংকি আক্তার। তার শরীরের ডান পাশে কোমরের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে যায়। ওই নারী বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক।

আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

এর আগে বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে কিবরিয়া মিজি ও কানা জহির গ্রুপের সংঘর্ষে নিহত হন মুন্সীগঞ্জের কালিরচর ও চাঁদপুরের মতলব এলাকার দুজন। 

এদিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে নদীর পাড় ঘেঁষে বালু উত্তোলন করার সময় স্থানীয়রা বাধা দিতে গেলে চার রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। এ সময় নাহিদ নামে এক যুবক গুরুতর আহত হন। শুক্রবার সকাল নয়টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বেরু মোল্লাকান্দি গ্রামসংলগ্ন মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম