টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:২৮ পিএম
সিলেট মহানগরের কয়েকটি এলাকায় শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ আওতাধীন এসব এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বিউবো জানায়, ১১ কেভি সেনপাড়া ফিডার এবং ১১ কেভি কুমারপাড়া ফিডারের আওতাধীন ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশের এলাকা সমূহ এবং ঝেরঝেরী পাড়া, মৌবন আ/এ, যতরপুর, মৌসুমী, আগপাড়া, মিরাবাজার ও এর আশপাশের এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছেন।