মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল ২ বন্ধুর
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম
![মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল ২ বন্ধুর](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/31/mmm-679c9b30be382.jpg)
ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে দিগারকান্দা বাইপাস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল মিয়ার ছেলে আবির হোসেন (২৩) ও পুরোহিতপাড়ার ইউসুফ আলীর ছেলে মেহেদী হাসান (২০)। সম্পর্কে তারা বন্ধু ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
তিনি জানান, দুই বন্ধু আবির ও মেহেদী শহর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বাইপাস মোড় এলাকার দীঘারকান্দায় যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে আসে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ তুলে দেওয়া হবে। অটোরিকশাচালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।