Logo
Logo
×

সারাদেশ

মগডালে আটকেপড়া বিড়াল উদ্ধার করে খুশি ফায়ার সার্ভিস

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম

মগডালে আটকেপড়া বিড়াল উদ্ধার করে খুশি ফায়ার সার্ভিস

নাটোরের বাগাতিপাড়ায় কুকুরের তাড়া খেয়ে গাছের মগডালে আটকেপড়া একটি বিড়ালকে উদ্ধার করেছে দয়ারামপুর ফায়ার সার্ভিস। এতে প্রশংসায় ভাসছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আর বিড়াল উদ্ধার করতে পেরে তারাও খুশি।

সোমবার উপজেলা চত্বরের একটি গাছ থেকে বিড়ালটিকে উদ্ধার করা হয়। মঙ্গলবার উপজেলার বিভিন্ন মহলে ফায়ার সার্ভিস কর্মীদের এমন ঘটনার আলোচনা চলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে একটি কুকুর বিড়ালটিকে তাড়া করলে ভয়ে বিড়ালটি উপজেলা চত্বরের পল্লী উন্নয়ন ভবনের সামনের একটি মেহগনি গাছের মাথায় উঠে পড়ে। বিষয়টি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমারের নজরে আসে। পরদিন সোমবার পর্যন্ত বিড়ালটি গাছের মগডাল থেকে নামতে না পারায় তিনি দয়ারামপুর ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিড়ালটিকে অক্ষত উদ্ধার করেন।

এ নিয়ে বিভিন্ন মহলে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশংসা করতে শোনা যায়।

দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফজলুর রহমান জানান, গাছের মগডালে প্রায় ৫০ ফুট উচ্চতায় বিড়ালটি আটকে ছিল। খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় অক্ষতভাবে বিড়ালটিকে উদ্ধার করতে পেরে তাদের টিম বেশ খুশি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম