-679663ef6c329.jpg)
ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারে ১৩ মাস বয়সি এক শিশুর পাকস্থলীর ভেতর থেকে রিংসহ চাবি বের করা হয়েছে। অসাবধানতাবশত আটকে থাকা রিংসহ দুটি চাবি এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে সফলভাবে অপসারণ করা হয়েছে।
শনিবার রাতে হাসপাতালটির চিকিৎসক নিমাই দাস এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই চাবি বের করা হয়।
চিকিৎসক আরও বলেন, এন্ডোস্কোপি বা কোলোনোস্কপি মেশিনের মাধ্যমে পাকস্থলীতে বা শরীরের অন্য অংশে আটকে থাকা বস্তু অপসারণের মতো জটিল চিকিৎসা পদ্ধতিও সফলতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, শিশুটির কান্না থামাতে তার হাতে রিংসহ চাবি তুলে দেন পরিবারের লোকজন। এ সময় অসাবধানতাবশত রিংসহ চাবিটি গিলে ফেলে ওই শিশুটি। পরে হাসপাতালে নিয়ে আসেন তারা।