পূবাইলে ২১তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১০:০২ পিএম
![পূবাইলে ২১তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/25/Pubail-67950affa83eb.jpg)
গাজীপুর মহানগরের পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠে পূবাইল বেপারিপাড়া জামে মসজিদের উদ্যোগে ২ দিনব্যাপী ২১তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ২১তম তাফসিরুল কুরআন মাহফিলের সমাপ্তি হয়। সমাপনী দিনে প্রধান মোফাচ্ছির হিসেবে তাফসির পেশ করেন রংপুর মোলাটোল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম সাইফি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ খায়রুল হাসান।
পূবাইল থানার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পূবাইল থানার আমির আশরাফ আলী কাজল, ৪১নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি সবুজ আল মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিনার, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা খলিলুর রহমান।
পৃষ্ঠপোষকতায় ছিলেন পূবাইল থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেন।
২ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের উদ্বোধক হিসেবে ছিলেন দৈনিক যুগান্তরের গাজীপুর মহানগর প্রতিনিধি ও পূবাইল বেপারিপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি এবং সভাপতি মোহাম্মদ আখতার হোসেন।
মনমাতানো ইসলামি সংগীত পরিবেশনায় ছিলেন স্পন্দন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ গাজীপুর। মিডিয়া পার্টনার ছিলেন গাজীপুর সিটি ও পূবাইল প্রেস ক্লাব। পরিচালনা করেছেন পূবাইল বেপারিপাড়া যুব সমাজ।