কুমিল্লায় বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম
সদ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷
সোমবার (২০ জানুয়ারি) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
এ সময় মানববন্ধনে বক্তারা তিন দিনের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে বৈষম্যমূলক কোটাপ্রথা বাতিলের দাবি জানান। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনরায় বিপ্লবের ডাক দেবে বলে ঘোষণা দেন।
বক্তারা বলেন, শত শত শহিদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি; কিন্তু এই অন্তর্বর্তী সরকার সেই বিপ্লবকে ধারণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মেডিকেলের ভর্তি পরীক্ষায় যে ৭৬ নম্বর পেয়েছে তার চান্স হয়নি, কিন্তু কোটার কারণে ৪০ নম্বর পেয়েও অনেকে চান্স পেয়েছে। যে কোটার জন্য আমরা জীবন দিয়েছি সেই কোটা কেন আবারো ফিরে এসেছে।
বক্তারা বলেন, যারা ৪০ পেয়ে এমবিবিএস পাশ করবে, তারা ঠিকভাবে চিকিৎসা করতে পারবে না। এতে পার্শ্ববর্তী দাদাদের দেশ ভারতে রোগীরা যাবে চিকিৎসা নিতে। তাহলে কি ভারতের সুবিধার জন্যই চিকিৎসা খাতে এই কোটা প্রথা এখনো পুনর্বহাল রয়েছে। আমরা দাবি জানাচ্ছি, অন্তর্বর্তী সরকার যদি আগামী তিন দিনের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃসংশোধিত করে কোটা প্রথা বাদ দিয়ে প্রকাশ না করে তাহলে আমরা আরেকটি বিপ্লবের ডাক দেব।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগানে কুমিল্লা কান্দিরপাড়ের পূবালী চত্বর মুখরিত করে তোলেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, মুখপাত্র জাবেদ আহমেদ ভুঁইয়া, জাতীয় নাগরিক কমিটি কুমিল্লা সদরের অন্যতম সদস্য হাফসা জাহান, সৈয়দ আহসান টিটু, জায়েদ, মুজাহিদ ইসলাম, মাসুমুল বারী কাউসার, আরিফুল ইসলাম বাশার প্রমুখ।