Logo
Logo
×

সারাদেশ

কমলগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

Icon

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম

কমলগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জে কারিমা বেগম হত্যা মামলায় মঞ্জুর মিয়া (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া থেকে গ্রেফতার করা হয়। 

কমলগঞ্জ থানার এসআই সৈয়দ ইফতেখার হোসেন জানান, গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডে জড়িত মঞ্জুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজারে পূর্ব শত্রু তার জেরে কারিমা বেগমকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান মঞ্জুর। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক করিমাবেগমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কমলগঞ্জ জাঙ্গালিয়া গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম