Logo
Logo
×

সারাদেশ

ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন কারামুক্ত

Icon

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম

ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন কারামুক্ত

এক যুগ পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মালটিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। 

বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১০টায় ডেসটিনির চেয়ারম্যান কারামুক্ত হন।

এর আগে মোহাম্মদ হোসেনের মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এলে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে বের হয়ে আসার সময় গেটে আত্মীয়স্বজন ও ডেসটিনি পরিবারের সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বুধবার সন্ধ্যায় একই মামলায় সাজাপ্রাপ্ত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। 

ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমীনসহ কোম্পানির ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ডের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে ৪ হাজার ৫১৫ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৪৫৪ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

সাজার চেয়ে বেশি বছর কারাভোগ করায় জেল কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দেন রফিকুল এবং মো. হোসেনকে কারা মুক্তির জন্য।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম