Logo
Logo
×

সারাদেশ

বাকি না দেওয়ায় দোকানে আগুন দেওয়ার হুমকি বিএনপি নেতার

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম

বাকি না দেওয়ায় দোকানে আগুন দেওয়ার হুমকি বিএনপি নেতার

যশোরের বাঘারপাড়ায় বাকিতে ডিজেল না দেওয়ায় ব্যবসায়ীর হাত-পা ভেঙে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি নেতা গোলাম মোস্তফা শিকদার। সোমবার সকালে উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে ব্যবসায়ী বলাই সাহারকে তিনি এই হুমকি দেন।

এ সংক্রান্ত ভিডিও মঙ্গলবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। গোলাম মোস্তফা উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

জানা যায়, সকালে দোকানে ডিজেল কিনতে যান বিএনপির ওই নেতা। বাকিতে ডিজেল না দেওয়ায় বলাই সাহার ওপর চড়াও হন। একপর্যায়ে তিনি দোকানে আগুন ধরিয়ে বলাই সাহার হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন। এ সংবাদ পেয়ে স্থানীয়রা বলাই সাহার পাশে দাঁড়ান। একপর্যায়ে অবস্থার বেগতিক দেখে গোলাম মোস্তফা সটকে পড়েন। তবে গোলাম মোস্তফার দাবি, হুমকি-ধমকি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বলেন, গোলাম মোস্তফা যে কাজটি করেছেন, তাতে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। থানা ও জেলা বিএনপির উচিত বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম