Logo
Logo
×

সারাদেশ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

শীতবস্ত্রের চাহিদা ও বিক্রি বেশি, যমুনার পণ্যে বিশেষ ছাড়

Icon

রাসেল মাহমুদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

শীতবস্ত্রের চাহিদা ও বিক্রি বেশি, যমুনার পণ্যে বিশেষ ছাড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মঙ্গলবার যমুনা প্যাভিলিয়নে মোটরসাইকেল দেখছেন ক্রেতা-দর্শনার্থীরা। ছবি-যুগান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এবার কেনাকাটার শীর্ষে রয়েছে নানা ধরনের শীতবস্ত্র। ফলে শীতের পোশাকের স্টলগুলোয়ই ক্রেতা ও দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড়। বিক্রিও হচ্ছে প্রচুর। দাম হাতের নাগালে। ক্রেতারা বলছেন, শীতবস্ত্র ন্যায্যমূল্যেই কেনা যাচ্ছে।

মঙ্গলবার সরেজমিন দেখা যায়, শীতবস্ত্রের স্টলগুলোয় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় যেন উপচে পড়ছে। কেউ চাদর কিনছেন, কেউ সোয়েটার, জ্যাকেট, আবার কেউ কোট, ব্লেজার কিনছেন। মেলায় শীতের পোশাকের পাশাপাশি সাইজ ও মানভেদে ৬০০ থেকে ৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে কম্বল।

ভারতীয় কাশ্মীরি শালের দোকানের মালিক নারায়ণ চন্দ্র সাহা বলেন, স্টলের বরাদ্দ, নির্মাণ, সাজসজ্জা ও কর্মচারীর বেতন পুষিয়ে নিতে পণ্যের দাম একটু বেশি নির্ধারণ করা হয়েছে। তবে পণ্যের গুণমান ভালো। চাহিদাও বেশ। বিক্রিও হচ্ছে দেদার। এবারের মেলা ব্যবসাসফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেলায় স্টলগুলো ঘুরে দেখা যায়, শীতবস্ত্র বিক্রিতে মূল্যছাড় দেওয়া হচ্ছে। ক্রেতারা দেখেশুনে শীতের পোশাক কিনছেন। কেউ কেউ শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে শাল কিনছেন। কাশ্মীরি শাল ২ হাজার থেকে শুরু করে ২৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সঙ্গে ৫০ শতাংশ ছাড়।

ব্লেজারের স্টলগুলোয় কলেজপড়–য়াদের ভিড় লেগেই থাকে। প্রতিটি ব্লেজার ১ হাজার থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এখানে ২০ থেকে ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। চামড়ার তৈরি কোট-ব্লেজারের দাম একটু বেশি। এখানে ৫ হাজার থেকে ৩০ হাজার টাকায় একেকটি ব্লেজার বিক্রি হচ্ছে। আর রয়েছে ৩০ শতাংশ ছাড়। 

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে বিশেষ ছাড় : যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের হেড অব সেলস মো. মেজবাহ উদ্দিন বলেন, বিগত বছরের মতো এবারও ক্রেতাদের চাহিদা অনুযায়ী মেলায় আমরা উন্নতমানের পণ্যসামগ্রী নিয়ে এসেছি।

এসব পণ্য আমরা বিশেষ ছাড়ে বিক্রি করছি বিশেষ করে মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশন, ওয়াশিং মেশিন। আমরা পণ্যভেদে ১০ থেকে ২৫ শতাংশ ডিসকাউন্টের অফার করেছি। এই প্রথম আমরা দেশে সবচেয়ে বড় ১০০ ইঞ্চি টিভি নিয়ে এসেছি। তাছাড়া ৫৫, ৪৩ ও ৪২ ইঞ্চি টিভি পর্যাপ্ত পরিমাণ আছে। 

তিনি আরও বলেন, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল পণ্যের গুণগতমানের ব্যাপারে জিরো টলারেন্স। আমরা কোয়ালিটিকে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম