Logo
Logo
×

সারাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১১:০১ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত একজন হলেন-ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা আল আকসা। নিহত অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া মারাত্মক আহত হয়েছেন ফাহাদ মাহমুদ ফারাবী নামে এক যুবক। তিনি নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।  

প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভোর ৪টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

এসময় আহত হন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম