আরিচা-কাজিরহাট রুটে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ এএম
![আরিচা-কাজিরহাট রুটে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/06/Arisa-677b60a19effd.jpg)
আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে সকাল ৬টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কাটতে শুরু করলে ৯টা ২৫ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।