Logo
Logo
×

সারাদেশ

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে খুন কলেজছাত্র

Icon

প্রতিনিধি (আলীকদম)

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ পিএম

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে খুন কলেজছাত্র

প্রতীকী ছবি

বান্দরবানের আলীকদম উপজেলায় জায়গাজমি ও গরু ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সৎভাইয়ের হাতে খুন হয়েছেন নুরুল ইসলাম মামুন নামে এক কলেজ ছাত্র। নিহত মামুনের পিতার নাম মৃত আনোয়ার হোসেন।

অভিযুক্ত সৎভাই আবু মোছা নয়াপাড়া ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তার পিতার নাম কামাল উদ্দীন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন ও তার সৎভাই আবু মোছার মধ্যে জায়গাজমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সম্প্রতি একটি গরুর বাছুর দেওয়া-নেওয়া নিয়ে তাদের মধ্যে উত্তেজনা শুরু হয়।

প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন জানান, বাছুরটি মামুনের মালিকানাধীন ছিল। তবে তাদের মা বাছুরটি আবু মোছার ছেলেকে উপহার হিসেবে দিতে চাইলে মামুন তা দিতে অস্বীকৃতি জানায়।

এ নিয়ে শুরু হওয়া তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতিতে শুরু হয়। আবু মোছা কামড় দিয়ে মামুনের কান ছিঁড়ে ফেলে। এলাকাবাসির হস্তক্ষেপে ঝগড়া থামানো হলেও কিছুক্ষণ পরে তাদের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এসময় আবু মোছা লাঠি দিয়ে মামুনের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।

আহত অবস্থায় মামুনকে আলীকদম সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। তবে পথিমধ্যে মামুনের মৃত্য হয় বলে জানায় তার পরিবার।

পাড়ার সর্দার মো. নুরুল বশর বলেন, এক মা ও দুই বাবার সন্তান হওয়ায় মামুন ও আবু মোছার মধ্যে নানা সময়ই বিরোধ লেগে থাকত। জায়গাজমি নিয়েও তাদের মধ্যে পুরনো বিরোধ ছিল।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মির্জা জহিরুল ইসলাম জানান, নিহত মামুনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান পাঠানো হয়েছে। খুনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলীকদম খুন বান্দরবান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম