Logo
Logo
×

সারাদেশ

বশেমুরকৃবিতে কৃষি আবহাওয়া সম্পর্কিত কর্মশালা

Icon

গাজীপুর, মহানগর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম

বশেমুরকৃবিতে কৃষি আবহাওয়া সম্পর্কিত কর্মশালা

সঠিকভাব আবহাওয়ার প্রভাব অনুধাবন করে কৃষিকাজকে অধিক কার্যকরী ও উৎপাদনমুখী করার নিরিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) তিন দিনব্যাপী সক্রিয় অংশগ্রহণমূলক কৃষি আবহাওয়া সম্পর্কিত শিক্ষা পদ্ধতি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয় এগ্রামটিওরালজি বিভাগর আয়োজনে কর্মশালার শুভ উদ্বোধন হয় ওই বিভাগর কনফারন্স কক্ষে। 

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বশেমুরকৃবির ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। কর্মশালায় সভাপতিত্ব করেন এগ্রামটিওরালজি বিভাগের প্রধান প্রফেসর নাসিমুল বারী। কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকবি), বাংলাদশ কষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষকমণ্ডলী। 

প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য  প্রফেসর ড. জিকএম মোস্তাফিজুুর রহমান বলেন, কৃষি আবহাওয়া সম্পর্কিত বিষয়টি কৃষি শিক্ষার একটি সুপরিচিত ও কার্যকরী পদ্ধতি। গুরুত্বপূর্ণ আবহাওয়া উপাদান হিসাবে তাপমাত্রা, বৃষ্টি, আর্দ্রতা, বাতাস প্রভৃতি কীভাব শস্যের বৃদ্ধি ও উৎপাদনকে প্রভাবিত করে সে বিষয়ে ধারণা রাখা অতীব জরুরি বিধায় এ কর্মশালার গুরুত্ব অনেক বেশি। 

তিনি আরও বলেন, কর্মশালায় আলোচিত পদ্ধতি অনুসরণ করলে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে  শিক্ষা প্রক্রিয়ার অংশগ্রহণে উৎসাহিত করা সম্ভব হবে যা শিক্ষার্থীদর কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিগত জ্ঞান ও চর্চাশক্তি বৃদ্ধিতে সহায়ক হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম