Logo
Logo
×

সারাদেশ

সোমেশ্বরী থেকে ট্রলার বোঝাই ভারতীয় চিনির চালান জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন,তাহিরপুর

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:০৮ এএম

সোমেশ্বরী থেকে ট্রলার বোঝাই ভারতীয় চিনির চালান জব্দ

ছবি: সংগৃহীত

ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা একটি চিনির চালান জব্দ করেছে সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার সীমান্তনদী সোমেশ্বরীর থেকে ওই চিনির চালানটি জব্দ করা হয়।

জব্দ তালিকা প্রণয়ন ও মামলা দায়েরের পর আজ শনিবার সকালে থানার ওসি মোহাম্মদ সজীব রহমান এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।

ওসি জানান, থানা পুলিশের টিম সীমান্ত নদী সোমেশ্বরীর নৌপথে শুক্রবার বিকালে সন্দেহভাজন ইঞ্জিন চালিত (স্টিল বডি) একটি ট্রলারে তল্লাশী করে। এসময় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৩৯৫০ কেজি (৭৯ বস্তা) চিনি ও পরিবহণ কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করে। জব্দকৃত ট্রলার ও চিনির মুল্য প্রায় ১০ লাখ টাকা।

শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরকারবারিদের পলাতক আসামি দেখিয়ে সংশ্লিষ্ট ধারায় মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম