Logo
Logo
×

সারাদেশ

হাইমচর মাছঘাট থেকে ৩০মণ জাটকা জব্দ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৩:৪৯ এএম

হাইমচর মাছঘাট থেকে ৩০মণ জাটকা জব্দ

ছবি: যুগান্তর

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাটে অভিযান চালিয়ে ১২০০ কেজি (৩০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি চাঁদপুর স্টেশনের টহল দল জেলার হাইমচর মেঘনা নদী সংলগ্ন চরভৈরবী এলাকায় মৎস্য আড়তে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাছঘাট হতে ১ হাজার ২ শত কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।

জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাটকা চাঁদপুর সদর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম