Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০২:৫০ এএম

কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: যুগান্তর

নেত্রকোনার কলমাকান্দায় ডেনকী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোসাফর হোসেন রিপন (৩৫) নামের ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি এলাকায় এ অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।

সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম