Logo
Logo
×

সারাদেশ

দোয়ারাবাজারে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০১:১৮ এএম

দোয়ারাবাজারে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু। চিকিৎসক ছাড়া আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা, আবাসিক ভবনে ল্যাবরেটরি পরিচালনা ও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হাওয়ায় স্থানীয় সাদিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। এসময় ভোক্তা অধিকার আইন এবং মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড ল্যাবরেটরীজ রেজুলেশন অর্ডিন্যান্স ১৯৮২ বিধিতে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, চিকিৎসক না থাকা ও অতিরিক্ত ফি আদায়ে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় লাইফ এইড ডায়াগনস্টিক সেন্টার ও মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে যথাক্রমে ৫০ হাজার ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জ সিভিল সার্জনের প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন বলেন, ‘মানুষ যাতে সঠিক স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি আমরা।’ আগামীতেও এ ধরণের অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সুনামগঞ্জ দোয়ারাবাজার ভ্রাম্যমাণ আদালত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম