Logo
Logo
×

সারাদেশ

যুবককে বেঁধে লাঠিপেটা-নাকে খত, লাখ টাকায় সমঝোতা

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম

যুবককে বেঁধে লাঠিপেটা-নাকে খত, লাখ টাকায় সমঝোতা

লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে প্রকাশ্যে খুঁটিতে বেঁধে লাঠিপেটা ও নাকে খত দেওয়ার ঘটনায় লাখ টাকায় মামলার আসামিদের সঙ্গে সমঝোতা হয়েছে। সমঝোতার পর মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে আসামির জামিন হয়।

আসামিপক্ষের আইনজীবী এবিএম বারাকাত বিন মারুফ বলেন, বাদী ও বিবাদীদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। এতে বাদী উপস্থিত থেকে আসামিদের জামিন করাতে সহযোগিতা করেছেন। সদর আদালতের বিচারক আবু সুফিয়ান মোহাম্মদ নোমান দুই আসামির জামিন দিয়েছেন।

এদিকে লাখ টাকার বিনিময়ে ঘটনাটি সমঝোতা হয়েছে বলে প্রতিবেদককে জানিয়েছেন বাদী রহমত উল্যাহ। তিনি বলেন, অভিযুক্তদের সঙ্গে সমঝোতা হয়েছে। আমার মধ্যস্থতাকারী ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল জহির উদ্দিন। চিকিৎসা খরচের জন্য ২ লাখ টাকা দাবি করা হয়। পরে তারা ১ লাখ টাকা দেবে বলেছিল। এখন পর্যন্ত ৫০ হাজার টাকা পেয়েছি। আসামিদের একজন সোমবার জামিন পেয়েছে। আর একজন আজকে জামিন পায়। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, চুরির অপবাদে ২২ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজির দিঘীরপাড় বাজারে রহমত উল্যাকে খুঁটিতে বেঁধে লাঠিপেটা ও নাকে খত দেওয়া হয়। এ ঘটনায় ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এতে ২৬ ডিসেম্বর ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫ জনের বিরুদ্ধে ভুক্তভোগী রহমত উল্যা বাদী হয়ে এ মামলা করেন। 

মামলার আসামিরা হলেন- জহির উদ্দিন, নিজাম উদ্দিন ও সুমন ভূঁইয়া। তারা কাজির দিঘীরপাড় এলাকার বাসিন্দা। 

ভুক্তভোগী রহমত উল্যা লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম