Logo
Logo
×

সারাদেশ

১৪ দিন পর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী ও পায়রা বন্দর

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম

১৪ দিন পর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

টানা ১৪ দিন পুরোপুরি বন্ধ থাকার পর পটুয়াখালীর পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় এ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি উৎপাদনে যায়। 

এ বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা। 

গত ১৬ ডিসেম্বর নবনির্মিত আরএনপিএল পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার লক্ষ্যে আমতলীর সুইচিং স্টেশনে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সংযোগ স্থাপন করতে পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়েছিল।

কিন্তু এর আগেই গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এই বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। পরে নির্দেশনা পেয়ে প্রথম ইউনিট বন্ধ করলে কেন্দ্রটির বিদ্যুৎ  উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা বলেন, সোমবার বিকাল সাড়ে ৪টায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটও আগামী ৫ জানুয়ারি থেকে উৎপাদনে যাবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম