ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতৃত্ব বিভক্ত, জেলা সম্মেলন পেছাল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ এএম
![ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতৃত্ব বিভক্ত, জেলা সম্মেলন পেছাল](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/28/BNP-676ef41690a23.jpg)
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত ২৮ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৮ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটারদের অনুরোধ ও অধিকতর প্রস্তুতির লক্ষ্যে এই তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের কারণে জেলা বিএনপি দুভাগে বিভক্ত। এ অবস্থায় সম্মেলন ঘিরে উত্তেজনা দেখা দেয়। বিএনপির এক পক্ষ সম্মেলন বর্জনের ঘোষণা দেয় এবং কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করে। শনিবার জেলার শহরতলির বিরাসারে অবস্থিত গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল জেলা বিএনপির একটি পক্ষ।
অন্যদিকে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে হাফিজুর রহমান মোল্লা ও জহিরুল হকের নেতৃত্ব বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে একটি স্বচ্ছ সম্মেলন আয়োজনের দাবি জানানো হয়।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক বলেন, ‘তারা প্রহসনের কাউন্সিল ও সম্মেলন করতে চাচ্ছিল। স্বচ্ছ কোনো ভোটার তালিকা জমা হয় নাই। নির্বাচন কমিশন ঘোষণা হয় নাই, তফশিল ঘোষণা হয় নাই।’
জেলা বিএনপির সম্মেলন সুশৃঙ্খলভাবে করার জন্য বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বরকতুল্লাহ বুলু এবং সেলিম ভূঁইয়ার নেতৃত্বে দুই পক্ষের লোকজনদের সঙ্গে পরামর্শ করে জেলা বিএনপির এ সম্মেলনের তারিখ পরিবর্তন করে ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম জানান, বিএনপি যারা করেন তারা প্রত্যেকে ইচ্ছা করলে এ সম্মেলনে প্রার্থী হতে পারবেন এবং কেন্দ্রীয় বিএনপির নেতাদের কাছ থেকে মনোনয়ন ফরম ও স্বচ্ছ ভোটার তালিকা পাবেন।