
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

আরও পড়ুন
নবাবগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে একজনকে কারাদণ্ড ও একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা কলাকোপা ইউনিয়নের মাধবপুর-সাহেবখালী এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান।
জানা যায়, মাটিকাটার সময় দুজনকে আটক করা হয়। এরা হলেন দোহারের রাকিবুল হাসান তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং নবাবগঞ্জের চুড়াইনের মো. মিহনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় অবৈধভাবে কৃষিজমির মাটিকাটা বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান।