Logo
Logo
×

সারাদেশ

পদ্মায় প্রাণ গেল কুরআনের হাফেজের

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

পদ্মায় প্রাণ গেল কুরআনের হাফেজের

পাবনার সুজানগরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. কাউছার মণ্ডল (১৮) নামের এক হাফেজের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মৃত কিশোর হাফেজ কাউছার মণ্ডল সুজানগর পৌরসভার চরসুজানগর গ্রামের নজরুল মণ্ডলের ছেলে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ও স্থানীয় বাসিন্দা টুটুল হোসাইন বিশ্বাস কাউছারের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মৃত কাউছার ঢাকার টঙ্গী দারুল উলুম মাদ্রাসা থেকে সম্প্রতি কুরআনের হিফজ সম্পন্ন করেছেন। তিনি গত কয়েক দিন আগে নিজ বাড়িতে এসে বৃহস্পতিবার সকালে তার বাবা ও দাদার সঙ্গে চরে মুড়িকাটা পেঁয়াজ তুলতে যায়। পরে তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে পদ্মা নদীতে গোছল করতে নামে। সাঁতার না জানায় সে গভীর পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে ২ ঘণ্টা ধরে পানিতে খোঁজাখুঁজি করে গভীর পানি থেকে হাফেজ কাউছার মণ্ডলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম