Logo
Logo
×

সারাদেশ

ফেসবুকে পরিচয় থেকে ‘প্রেম’, ধর্ষণের শিকার ৯ম শ্রেণির ছাত্রী

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম

ফেসবুকে পরিচয় থেকে ‘প্রেম’, ধর্ষণের শিকার ৯ম শ্রেণির ছাত্রী

রাজবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সুবাদে কথিত প্রেমের সম্পর্ক গড়ে উঠে দুজনের মধ্যে। এর জেরে প্রেমিকের ডাকে সাড়া দিতে গিয়ে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত মঙ্গলবার বাদী হয়ে ৪ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তিন কিশোর গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের এক কিশোর (১৬), দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের এক কিশোর (১৬) ও দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে সজিব অমিত (১৯)। এ ঘটনায় পলাতক রয়েছেন বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের আলোকের ছেলে রাশেদ (২০)।

রাজবাড়ী সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে- ফেসবুকে ওই ছাত্রীর সঙ্গে এক কিশোরের পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুবাদে ওই স্কুলছাত্রীকে দেখা করতে বলে ওই কিশোর। গত ১৮ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার ভবদিয়ার একটি পার্কে তারা দেখাও করেন।

দেখা করার পর সেখান থেকে কৌশলে ওই স্কুলছাত্রীকে একটি বাড়িতে নিয়ে যান কিশোর সোহানসহ তার আরও তিন সহযোগী। সেখানে আটকে রেখে ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

ধর্ষণ শেষে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ছাত্রীকে জেলা শহরের বড়পুল এলাকায় রেখে পালিয়ে যান ওই কিশোর। এরপর ওই ছাত্রী তাদের বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি তার বাবা-মাকে জানায়। তখন তারা বিষয়টির সবকিছু শুনে থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান যুগান্তরকে বলেন, ওই স্কুলছাত্রীর বাবার মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে ৪ জন আসামির মধ্যে অভিযুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে ওই স্কুলছাত্রীর জবানবন্দি আদালতে রেকর্ডও করা হয়েছে। তবে ওই স্কুলছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে কিনা ডাক্তারি পরীক্ষা সম্পন্ন শেষে জানা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম