Logo
Logo
×

সারাদেশ

খেজুরের রস পান করে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে ১৫ যুবক-কিশোর

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম

খেজুরের রস পান করে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে ১৫ যুবক-কিশোর

খেজুরের রস পান করতে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ১৫ যুবক-কিশোর। দণ্ডবিধির ১৫১ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে কোর্টের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ। 

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়ায় পৌর সদরের শ্রীরামদী এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- আরমান মিয়া (১৯) আবু সাঈদ (১৯), ইয়াসিন (২০), আবু সুফিয়ান শাওন (১৯), মো. রাজন (১৯),  ইকবাল হোসেন শুভ (১৮), আশিকুর রহমান একান্ত (১৯), আরফিন শুভ (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), রাহাতুল ইসলাম (১৯), অমিত (১৮), জয় বর্মন (১৮) ও সুমন। তারা সবাই নেত্রকোনা জেলার কেন্দুয়ার অধিবাসী বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শীত মৌসুমে কিশোরগঞ্জের পাকুন্দিয়া খেজুরের রসের জন্য প্রসিদ্ধ। প্রতি মৌসুমে এখানকার খেজুরের রস পান করতে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার পাশাপাশি আশপাশের জেলার বিভিন্ন উপজেলার এক শ্রেণির যুবক ও কিশোর কাকডাকা ভোরে এসে ভিড় জমান।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাকুন্দিয়া উপজেলার পৌর সদরের শ্রীরামদী এলাকায় ওই ১৫ যুবক-কিশোরের একটি দল আসে। এ সময় খেজুরের রস পান করে  তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকলে আশপাশের লোকজন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম