Logo
Logo
×

সারাদেশ

ভেদাভেদ ভুলে তারেক রহমানের হয়ে কাজ করতে হবে: মেহেনাজ মান্নান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ পিএম

ভেদাভেদ ভুলে তারেক রহমানের হয়ে কাজ করতে হবে: মেহেনাজ মান্নান

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা যেভাবেই হোক আমাদের বাস্তবায়ন করতে হবে। সামনে নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে আমরা তার হয়েই কাজ করব। তাই সব ভেদাভেদ ভুলে তারেক রহমানের হয়ে কাজ করতে হবে। 

শুক্রবার সকালে ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-১ আসনের সাবেক এমপি প্রয়াত আব্দুল মান্নানের মেয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নান এসব কথা বলেন। 

দোহার উপজেলা বিনএপির সহসভাপতি শাহিন খন্দকারের সভাপতিত্বে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট সুমন মৃধা, বিনএনপি নেতা হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দল নেতা বোরহান উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি তপন মোল্লা, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাবলু শিকদার, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম হালিম, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল, কবির শেখ, ঢাকা জেলা যুবদল নেতা কাউসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম