Logo
Logo
×

সারাদেশ

মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেফতার

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে মনতলা তদন্ত ফাঁড়ির এসআই রতন উপজেলার শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার গ্রেফতারের খবরে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

আব্দুস সামাদ সুমন (৩৭) উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাধবপুর উপজেলা সদরসহ ভিন্নস্থানে ছাত্র-জনতার ওপর হামলা, মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে থানায় দায়েরকৃত এজাহার নামীয় আসামি এবং ৫ আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্র করে যাচ্ছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম