Logo
Logo
×

সারাদেশ

ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ এএম

ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের কবিরাজহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-জেলার চিরিরবন্দর উপজেলার মাশালপুর গ্রামের বাসিন্দা মাধব রায় (২৪) এবং দিপু রায় (৩০)।

হাইওয়ে পুলিশ সার্জেন শেখ আরেফিন ইমরোজ জানান, ঠাকুরগাঁও জেলার নারগুন খেজুর বাগান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মাধব রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত দিপু রায়কে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম