![ভিডিওটি ‘যেমন খুশি, তেমন সাজো’](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/19/Untitled-1-67635aacd8182.jpg)
সুসজ্জিত মঞ্চ। মঞ্চে হাটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ। সবার পরনে সাদা পায়জামা, মাথায় টুপি। মঞ্চটির একটি কোণে সুসজ্জিত ডায়েস। দুই পাশে নকল অস্ত্র হাতে দুজন দাঁড়িয়ে আছে। ডায়াসে এক ব্যক্তি আরবিতে বক্তব্য দিচ্ছেন এমন ৫ মিনিট ৫০ সেকেন্ডের এমন একটি ভিডিও বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা রাতে রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। গত ১৭ ও ১৮ ডিসেম্বর মাদ্রাসাটিতে বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহনে নাটকটি মঞ্চায়ন হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎফর রহমান ফারুকী সাংবাদিকদের বলেন, ‘সদর উপজেলাতে অনেক সুনামের সঙ্গে মাদ্রাসাটিতে পড়াশোনা হয়। মক্তব, হেফজ, কিতাব ও নাজিরা বিভাগসহ চারটি বিভাগের সাড়ে চারশ শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতি বছরে ন্যায় এবারও চলতি মাসের ১৭ ও ১৮ ডিসেম্বর মাদ্রাসাতে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজল, বাংলা-আরবি গান ও হামদসহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। ওই অনুষ্ঠানে ইসরাইলরা যেভাবে ফিলিস্তিন মুসলমানের ওপর নির্যাতন করছে সেটা নিয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। কিতাব বিভাগের তিন শিক্ষার্থী নাটকটি মঞ্চায়ন করে। ওদের মধ্যে একজন ফিলিস্তিন নেতা সেজে আরবিতে বক্তব্য দেয়। দুই পাশে নকল অস্ত্র হাতে দুজন দাঁড়িয়ে আছে। এটা শুধু মাত্র অভিনয়। এই ভিডিওটি অনেকেই ভিন্ন উদ্দেশ্য অপপ্রচার চালাচ্ছে। আসলেই তেমন কিছু বিষয় না।’ এদিকে ভিডিওটি নিয়ে রীতিমতো ফেজবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজেনরা সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা শঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, ভিডিওটি মাদ্রাসাটির বার্ষিক যেমন খুশি, তেমন সাজো অনুষ্ঠানের। অনুষ্ঠানে ককসিট দিয়ে তারা নকল অস্ত্র বানিয়ে উপস্থাপন করে। তারপরেও ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা সেটি তদন্ত করা হবে।