Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতার নেতৃত্বে মাছ চুরি, ছাত্রদল নেতাসহ ৭ জনকে আটক

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম

আ.লীগ নেতার নেতৃত্বে মাছ চুরি, ছাত্রদল নেতাসহ ৭ জনকে আটক

বড়াইগ্রামে রোববার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কসলেম উদ্দিনের নেতৃত্বে পারকোল উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মাছ চুরির সময় ছাত্রদল নেতাসহ সাতজনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

কসলেম উদ্দিন পারকোল গ্রামের বাসিন্দা ও মাঝগাঁও ইউনিয়নের ১নং পারকোল ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। গ্রেফতার অন্যরা হলেন- মহিষভাঙ্গা এলাকার পৌর ছাত্রদলের সদস্য আলমগীর হোসেন, বনপাড়ার নাজমুল আলম, আটুয়া রাজু আহম্মেদ, হারোয়ার এলাকার রানা, মহিষভাঙ্গার কৌশিক আহম্মেদ, তুষার আলী ও সুমন হোসেন।

জানা যায়, পারকোল উচ্চ বিদ্যালেয় খেলার মাঠসংলগ্ন নিজস্ব ৫০ শতক একটি পুকুর রয়েছে, যেখানে প্রায় পাঁচ লাখ টাকার মাছ রয়েছে। রোববার ভোরে মাছ পরবিহণের ট্রাক, ভ্যান ও জাল নিয়ে ১০-১২ জন মৎস্যজীবীসহ ২০-২২ জনের একটি দল মাছ ধরতে যায়। স্কুলের নৈশপ্রহরী আমজাদ হোসেন বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে গ্রামবাসী তাদের আটক করে। এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ইব্রাহিম ওরফে নয়ন বাদী হয়ে ১১ জনের নামসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম