আ.লীগ নেতার নেতৃত্বে মাছ চুরি, ছাত্রদল নেতাসহ ৭ জনকে আটক
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
বড়াইগ্রামে রোববার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কসলেম উদ্দিনের নেতৃত্বে পারকোল উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মাছ চুরির সময় ছাত্রদল নেতাসহ সাতজনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
কসলেম উদ্দিন পারকোল গ্রামের বাসিন্দা ও মাঝগাঁও ইউনিয়নের ১নং পারকোল ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। গ্রেফতার অন্যরা হলেন- মহিষভাঙ্গা এলাকার পৌর ছাত্রদলের সদস্য আলমগীর হোসেন, বনপাড়ার নাজমুল আলম, আটুয়া রাজু আহম্মেদ, হারোয়ার এলাকার রানা, মহিষভাঙ্গার কৌশিক আহম্মেদ, তুষার আলী ও সুমন হোসেন।
জানা যায়, পারকোল উচ্চ বিদ্যালেয় খেলার মাঠসংলগ্ন নিজস্ব ৫০ শতক একটি পুকুর রয়েছে, যেখানে প্রায় পাঁচ লাখ টাকার মাছ রয়েছে। রোববার ভোরে মাছ পরবিহণের ট্রাক, ভ্যান ও জাল নিয়ে ১০-১২ জন মৎস্যজীবীসহ ২০-২২ জনের একটি দল মাছ ধরতে যায়। স্কুলের নৈশপ্রহরী আমজাদ হোসেন বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে গ্রামবাসী তাদের আটক করে। এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ইব্রাহিম ওরফে নয়ন বাদী হয়ে ১১ জনের নামসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।