ঘিওর
সাবেক ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি উপজেলা বিএনপির সহ-সভাপতি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ এএম
![সাবেক ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি উপজেলা বিএনপির সহ-সভাপতি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/12/MAmlA-675a156a41c97.jpg)
প্রতীকী ছবি
মানিকগঞ্জের ঘিওরে প্রকাশ্যে হাসপাতাল চত্বরে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় বুধবার দুপুরে থানায় হত্যা মামলা করা হয়েছে।
নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আলীম খান মনোয়ারকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- তামিম, সোহাগ শেখ, ফুলচাঁন ও রনি।
গত মঙ্গলবার হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতালসহ অপরাধীদের বিচার দাবিতে কয়েক দফা বিক্ষোভও হয়েছে। এ ছাড়া উত্তেজিত জনতা স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
এদিকে সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক লাভলু আহমেদ নিহতের ঘটনার পেছনে কিশোর গ্যাংকে দায়ী করেছে মানিকগঞ্জ জেলা বিএনপির সস্পাদক এসএ জিন্নাহ কবীর। সেই সঙ্গে তিনি ঘিওর থানার ওসির অপসারণ দাবি করেছেন।