Logo
Logo
×

সারাদেশ

দোয়ারাবাজারে আকাশ দাস ৫ দিনের রিমান্ডে

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম

দোয়ারাবাজারে আকাশ দাস ৫ দিনের রিমান্ডে

দোয়ারাবাজারে পবিত্র কুরআন অবমাননাকারী আকাশ দাসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে অভিযুক্ত আকাশ দাসকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শামছুদ্দিন খান সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৩ ডিসেম্বর রাতে উপজেলার মোংলারগাঁও গ্রামের কলেজছাত্র আকাশ দাসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পবিত্র কুরআন অবমাননা করা একটি কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে আকাশকে আটক করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে ডিজিটাল সাইবার সিকিউরিটি মামলায় আকাশ দাসকে আসামি করে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

থানার ওসি মো. জাহিদুল হক বলেন, মামলার তদন্তের স্বার্থে ধর্ম অবমাননায় আরও কারও সম্পৃক্ততা রয়েছে কিনা তা জানতে আকাশের জিজ্ঞাসাবাদে প্রয়োজন। এজন্য তদন্তকারী কর্মকর্তা তার রিমান্ড চেয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম