Logo
Logo
×

সারাদেশ

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: প্রিন্স

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ ফটোসেশনের রাজনীতি করেছে; কিন্তু বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। যেকোনো দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে।

রোববার ধোবাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে লুটপাট করে গেছে তাই বর্তমান সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের তেমন সহযোগিতা করতে পারছে না। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপি ক্ষমতায় না গেলেও সবসময় জনগণের পাশে থাকবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধোবাউড়া বাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় উপস্থিত ছিলেন- উত্তর জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, বিএনপি নেতা আ. কুদ্দুস, আব্দুস শহীদ, সোলাইমান সরকার, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা কৃষক দলের আহবায়ক নয়ন মণ্ডল, যুবদল নেতা আ. মোমেন শাহীন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম