Logo
Logo
×

সারাদেশ

শ্রীপুরে লেপতোশক-ভাঙারির দোকানে আগুন

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পিএম

শ্রীপুরে লেপতোশক-ভাঙারির দোকানে আগুন

গাজীপুরের শ্রীপুর বাজারে আগুন পোহানোর সময় হঠাৎ লেগে যাওয়া আগুনে যুবলীগ নেতার অফিসসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর মধ্যবাজার মডেল মসজিদের উত্তর পাশে লেপতোশক ও ভাঙারি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী জোনায়েত হোসেন বলেন, লেপতোশকের দোকানদার সোহরাব হোসেনের দোকানে কয়েকজন মিলে আগুন পোহানোর সময় আকস্মিক আগুন দোকানে ছড়িয়ে পড়ে তা মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করে।

আগুনে শ্রীপুর বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেনের লেপতোশকের ২টি দোকান, জাকির হোসেনের ২টি ভাঙারির দোকান পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েলের অফিসও পুড়েছে। তবে সেই সময় তার অফিসে কেউ ছিলেন না।

ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, আমি একপাশে কাজ করছিলাম। হঠাৎ দেখি আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর হুমায়ুন কবির জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম