Logo
Logo
×

সারাদেশ

লাকসামে আবুল খায়ের স্মৃতি স্মরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

Icon

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ পিএম

লাকসামে আবুল খায়ের স্মৃতি স্মরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

কুমিল্লার লাকসামে শুরু হয়েছে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আবুল খায়ের স্মৃতি স্মরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। উপজেলা কান্দিরপাড় ইউনিয়ন ভাকড্ডা উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

বিশেষ অতিথি ছিলেন- যমুনা গ্রুপের ইন্টারটেইমেন্ট মিডিয়া ডিজিএম ইনামুল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাজনীতিবিদ ও সমাজসেবক মোশাররফ হোসেন মুশু, খোরশেদ আলম, মিজানুর রহমান, রাজু আহমেদ এমএ মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী সমাজসেবক হারুন রশীদ, পৃষ্ঠপোষকতায় ছিলেন ইয়ারা গ্রুপের পরিচালক মনির উদ্দিন পাটোয়ারী, আমন্ত্রণে ছিলেন মরহুম আবুল খায়ের সৃতি সংসদের আহবায়ক ডা. মশিহুর রহমান মনির ও সঞ্চালনায় ছিলেন মাস্টার এমরান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক রাহেলা খানম, হাবিবুর রহমান, মোরশেদ আলম, আবুল হোসেন, নুরু মিয়া, রফিকুল ইসলাম, খালেক, শহিদুল্লাহ সেলিম, নুরুল ইসলাম, শাহাজাহান, শাহ আলম, সিরাজ মিয়া, কামাল পাশা, খোরশেদ, আবুল খায়ের, শাহ আলী, হুমায়ুন কবির প্রমুখ।

মরহুম আবুল খায়ের সৃতি স্মরণে প্রতি বছরই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

জানা গেছে, এ বছর উপজেলার ১৬টি দল খেলায় অংশ নিচ্ছে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পয়েন্ট পদ্ধতিতে এবং কোয়ার্টার ফাইনালের পরে নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। উদ্বোধনী পর্বের পর প্রতীকী ক্রিকেট খেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আয়োজকরা জানিয়েছেন, কান্দিরপাড় ইউনিয়নে ভাকড্ডা গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং ভাকড্ডা হাইস্কুলসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আবুল খায়ের। তার স্মরণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার্স-আপ দলকে এলইডি টিভি পুরস্কার দেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম