ওসমানী বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানে তল্লাশি চালিয়ে স্বর্ণের চালান জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।
শুক্রবার কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ার ফ্রেডের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের (বিজি-২৪৮) সিটের নিচে পলিথিনে রাখা স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। এর মধ্যে ১৮ পিস চুড়ি ও ৩ পিস চেইন তৈরি করে আনা স্বর্ণের মোট ওজন এক কেজি ১৬৬ গ্রাম। এর বাজার ম‚ল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা হবে।
চোরাচালানে জড়িত যাত্রী কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ সিটের নিচে ফেলে রাখে চলে যায়। এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। এর আগে বুধবারও দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইট (বিজি-২৪৮) বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।