জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদক, ভোলা
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পিএম
![জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/03/bhola-674f033fb054d.jpg)
ভোলায় নিষিদ্ধ জালের অভিযানে গিয়ে জেলেদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় জেলেরা।
মঙ্গলবার বেলা পৌনে ১১ টার দিকে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা এসএম মাহামুদুল হাসান, মৎস্য অফিসের অফিস সহকারী রফিকুল ইসলাম, ইলিশ প্রকল্পের তথ্য সংগ্রহকারী তানজিল আহমেদ, কোস্টাল প্রকল্পের আবু জাফর ও তাদের ট্রলারের মাঝি জামাল।
আহতরা জানান, সকালের দিকে সদর উপজেলার মৎস্য কর্মকর্তার এসএম মাহামুদুল হাসানের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি টিম সদরের কাচিয়া ইউনিয়নের কাঠির মাথাসংলগ্ন মেঘনা নদীতে অবৈধ জাল জব্দ করার জন্য তারা যান।
এ সময় মেঘনার দস্যু বাহিনীর সদস্য শাহিনের নেতৃত্বে ৪০-৫০ জন দস্যু তাদের ওপর ধারালো অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এতে উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় জেলেরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহদাৎ হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে তদন্ত শুরু করে পুলিশ। আহতরা অভিযোগ করলেই তারা আইনি ব্যবস্থা নেবেন।