ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
![ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/02/thakurgaon-674de24db990d.jpg)
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রইস উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাতে জেলা শহরে আসার পথে গড়েয়া-ঠাকুরগাঁও সড়কের সোটাপীর একটিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইস উদ্দিনের ছোট ভাই কাঞ্চন জানান, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা রাস্তায় ওতপেতে ছিলেন। সন্ত্রাসীরা মুখোশ পরায় তাদের চিনতে পারেননি তিনি।
রাস্তায় ব্যারিকেড দিয়ে আটক করে রইস উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর মোটরসাইকেলটি ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।