শহিদ জোবায়েরের স্ত্রীর লেখাপড়ার দায়িত্ব নিল মাদ্রাসা কর্তৃপক্ষ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পিএম
![শহিদ জোবায়েরের স্ত্রীর লেখাপড়ার দায়িত্ব নিল মাদ্রাসা কর্তৃপক্ষ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/01/M-674c8a71dcd09.jpg)
যে মানুষটি অন্যের ক্ষতি করতেন না, পাশের মানুষটিকে ভালো রাখার জন্য নিজে কষ্ট করতেন, তিনি ছিলেন আমার স্বামী জোবায়ের আহমেদ।
অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন, অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপস করেন নাই। তাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ জোবায়ের আহমেদের স্ত্রী রোববার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার স্বামীর দেখানো পথে বৈষম্যের বিরুদ্ধে লড়ব। সমাজের প্রত্যেকটি স্তরের যেখানে বৈষম্য হবে, সেখানেই প্রতিবাদ করতে হবে। বৈষম্যমুক্ত সমাজ গড়তে হবে। এ বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়েই আমার স্বামী শহিদ হয়েছেন। স্বামীর হত্যাকারীদের বিচার চাই, স্বামীর দেখানে পথে লড়তে আবারও বই, খাতা-কলম হাতে নিয়েছি। ইচ্ছা আছে ‘আইনজীবী’ হব।
তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাউরাট গ্রামের শহিদ জোবায়ের আহম্মেদের স্ত্রী মোছা. মারজিনা আক্তার। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার কলতাপাড়ায় ২০ জুলাই তিনি পুলিশের গুলিতে শহিদ হন জোবায়ের।
শহিদ জোবায়ের আহমেদের স্ত্রী মোছা. মারজিনা আক্তারের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন পুমবাইল ফজলুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল আলী খান। এ উপলক্ষে তিনি রোববার তার হাতে শিক্ষা উপকরণ, রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, গৌরীপুর উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক মো. রইছ উদ্দিন, মাদরাসার সহকারী অধ্যাপক আব্দুল মতিন, মজিবুর রহমান, আরবী বিভাগের প্রভাষক আবুল কালাম, শহিদ জোবায়েরের শ্বশুর মো. শহীদুল্লাহ, সাংবাদিক আব্দুর রউফ দুদু প্রমুখ।
এ প্রসঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল আলী খান জানান, দৈনিক যুগান্তরের মাধ্যমে আমরা শহিদ জোবায়ের আহমেদের স্ত্রীর তথ্য পেয়েছি। মারজিনা আক্তার এ মাদ্রাসায় ১০ম শ্রেণিতে অধ্যয়নকালে গত বছর বিয়ে হয়ে যায়। খবর পেয়ে আমরা তাকে গিয়ে আশ্বস্ত করেছি। এ মাদ্রাসায় অধ্যয়নকালে কোনো বেতন-ফি দিতে হবে না এবং উচ্চতর শিক্ষার জন্যও আমরা সহযোগিতা করব।
শহিদ জোবায়েরের শ্বাশুর মো. শহীদুল্লাহ জানান, জামাইয়ের লাশ দেখেই আমার মেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে। প্রায় দুই মাস চিকিৎসায় এখন সুস্থ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ বিনামূল্যে শিক্ষা উপকরণ ও লেখাপড়ার দায়িত্ব নেওয়ায় আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার জানান, মারজিনা আক্তারের লেখাপড়া চালিয়ে নিতে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। আমরা তার পাশে আছি।