ভারতীয় ও পাকিস্তানিদের বয়ানে মুখরিত ইজতেমা ময়দান
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম
![ভারতীয় ও পাকিস্তানিদের বয়ানে মুখরিত ইজতেমা ময়দান](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/30/Untitled-1-674adde1e095a.jpg)
বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে চলমান জোড় ইজতেমায় বিশ্বের ১৮টি দেশের ২৫৭ জন বিদেশি শীর্ষ স্থানীয় মুরুব্বি অংশগ্রহণ করেছেন। প্রায় দুই লাখ মানুষের উপস্থিতির মধ্যে এক মুসল্লি মারা গেছেন।
জানা যায়, ৫ দিনব্যাপী জোড়-ইজতেমায় এসে আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের আব্দুল হামিদ মাতব্বরের ছেলে।
প্রথম পর্বের আয়োজক শুরায়ি নেজাম, তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান শনিবার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, জোড় ইজতেমায় প্রায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ১৮ দেশের ২৫৭ জন বিদেশি শীর্ষ মুরুব্বি রয়েছেন। তারা হলেন- ইয়ামেনের ২৭, নরওয়ের ১, পাকিস্তানের ৬১, সৌদিআরবের ১৪, সিরিয়ার ১, অস্ট্রেলিয়ার ১৩, ইংল্যান্ডের ৯, কিরিগিজস্থানের ১৭, সিয়েরালিয়োনের ২, জার্মানির ২, জাপানের ২, আমেরিকার ২, ইতালির ৫, কানাডার ৩, আফগানিস্তানের ৭, ইন্ডিয়ার ৮৯, চায়নার ১ ও দুবাইয়ের একজন। আজ সকাল ১০টা পর্যন্ত মোট বিদেশি ২৫৭ জন মুরুব্বি উপস্থিত আছেন। বর্তমানে মজমায় উপস্থিত প্রায় ২ লাখ মানুষ। উনারা সবাই তাবলিগের তিন চিল্লার সাথী ও সময় লাগানো ওলামা হযরত। শুক্রবার জুমার নামাজ আদায় করেন প্রায় ২ লাখ ৫০ হাজার মুসল্লি। আজ শনিবার জোড় ইজতেমায় বাদ ফজর ছয় ছিফাতের ওপর বয়ান করেন পাকিস্তানের মাও. জিয়াউল হক। সকাল ১০টার পর থেকে চলে কারগুজারির আমল। বাদ আছর বয়ান করবেন মাও. ফারুক। বাদ মাগরিব আমবয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহীম দেউলা (দা. বা.)।