Logo
Logo
×

সারাদেশ

সমিতির সোয়া ৯ লাখ টাকা আত্মসাৎ, আ.লীগ নেতা কারাগারে

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম

সমিতির সোয়া ৯ লাখ টাকা আত্মসাৎ, আ.লীগ নেতা কারাগারে

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

একটি সমিতির ৪৪ জন সদস্যের ৯ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় বাগাতিপাড়া উপজেলার ভিতরভাগ গ্রামের মাহফুজ আলমের (৪৪) দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়।

বাগাতিপাড়া আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না দিয়ে সাবেক চেয়ারম্যান ও পরিষদের এক চৌকিদার সদস্যকে কারাগারে পাঠান।

মামলায় বলা হয়, বাগাতিপাড়া উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্প পল্লী সঞ্চয় ব্যাংকের অধীনে ভিতরভাগ গ্রামে ৪৪ জন সদস্যের একটি সমিতি ছিল। বাদী সমিতির সভাপতি হিসেবে এবং জামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস চেয়ারম্যান হিসেবে সমিতি দেখভাল করতেন।

একপর্যায়ে ইউনিয়ন পরিষদের চৌকিদার তাইজুল ইসলাম পিন্টুর মাধ্যমে চেয়ারম্যান সদস্যদের ৯ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন। বাদী ২০২৩ সালের ১২ আগস্ট এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা করেন। আসামি প্রভাবশালী হওয়ায় আদালত পিবিআই পুলিশকে মামলা তদন্তের দায়িত্ব দেন।

পিবিআই পুলিশ তদন্ত করে কামরুন নাহার লাকী ও রেজাউল করিম নামে আরও দুজনকে এ ঘটনায় অভিযুক্ত করেন। মঙ্গলবার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস ও চৌকিদার তাইজুল ইসলাম পিন্টু আদালতে জামিন নিতে এলে বিচারক তাদের কারাগারে পাঠান।

এর আগের দিন পুলিশ রেজাউল করিমকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। অপর অভিযুক্ত কামরুন নাহার লাকী পলাতক রয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম